সিটিজেন চার্টার
ক্র/নং |
প্রদেয় সেবা |
সেবা গ্রহীতা |
সেবা প্রাপ্তির জন্য করনীয় |
সেবা প্রদানকারীর করনীয় |
কার্য সম্পাদনের সময়সীমা |
মন্তব্য
|
১. |
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির আওতাভূক্তকরণ এবং বিতরন। |
প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ |
দপ্তর থেকে বিল বিতরণ এবং প্রতিষ্ঠান কর্তৃক নির্ধরিত আবেদনপত্র পুরণ করে জমাদান। |
নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টিউশন ফি ছাড়করণ। |
প্রতিবছরের অক্টোরব মাসে আবেদন গ্রহণ এবং ছয়মাস অন্তর বিতরণ। |
|
২. |
একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের উপবৃত্তির আওতাভূক্ত করণ এবং বিতরণ। |
উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানে অধ্যয়ণরত ৪০% গরীব শিক্ষার্থী। |
ঐ |
ঐ |
ছয় মাস অন্তর বিতরণ এবং ফি ছাড়করণ। |
|
৩. |
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ এবং মনিটরিং । |
উপজেলার আওতাভূক্ত উচ্চ বিদ্যালয়, নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। |
পরিদর্শণকৃত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অনিয়ম দূরীকরনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও শিক্ষা মানোন্নয়নে পরামর্শ বাস্তবায়নে দ্রুত উদ্যোগ গ্রহণ। |
পরিদর্শণকৃত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অনিয়ম ও সমস্যাদি চিহ্নিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে পরামর্শ প্রদান। |
কার্যাদেশে সময় নির্ধারন। |
|
৪. |
জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা। |
ঐ |
উপজেলার আওতাভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন। |
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানসিক ও শারিরীক বিকাশ সাধনের জন্য অনুষ্ঠানের আয়োজন করে সার্বিক সহযোগিতা প্রদান করা। |
প্রতি বছর ২বার (গ্রীষ্ম ও শীতকাল) |
|
ক্র/নং |
প্রদেয় সেবা |
সেবা গ্রহীতা |
সেবা প্রাপ্তির জন্য করনীয় |
সেবা প্রদানকারীর করনীয় |
কার্য সম্পাদনের সময়সীমা |
মন্তব্য
|
৫. |
উপজেলা আওতাভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রশিক্ষণ। |
উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের। |
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের তালিকা দপ্তরে জমা প্রদান। |
প্রধান শিক্ষকদের ময়মনসিংহ জেলার HSTTI Professonel development এ প্রশিক্ষণে প্রেরণ। |
TQI-SEP কর্তৃক দেয় তারিখ অনুযায়ী। |
|
৬. |
উপজেলার Post- Primary সহ সমস্ত প্রতিষ্ঠানের জড়িপ কার্য সম্পাদন। |
প্রতিষ্ঠানের একাডেমিক সহ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ। |
ব্যানবেইজ কর্তৃক প্রদেয় জরিপ ফরম সমূহ প্রতিষ্ঠানে প্রদান। |
ব্যানবেইস ফর্মে প্রদত্ত তথ্যসমূহ যাছাই বাছাই করে সঠিক তথ্য লিপিবদ্ধ করে কর্তৃপক্ষের নিকট প্রেরণ। |
কর্তৃপক্ষের নির্ধারিত সময়সীমা। |
|
৭. |
উপজেলা আওতাভূক্ত মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও দাখিল মাদ্রাসা সমূহের আয় ব্যয় নিরীক্ষা করা। |
উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। |
উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধান শিক্ষকগণ প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে সহযোগীতা প্রদান। |
ব্যানবেইস ফর্মে প্রদত্ত তথ্যসমূহ যাচাই বাছাই করে সঠিক তথ্য লিপিবদ্ধ করে কর্তৃপক্ষের নিকট প্রেরণ। |
কর্তৃপক্ষ নির্ধারিত সময়সীমা। |
|
৮. |
স্কাউট ও গার্লস গাইড কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান। |
স্কাউট ও গার্লস গাইড সদস্যবৃন্দ/ শিক্ষার্থীরা। |
উপজেলার আওতাভূক্ত প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীরা সদস্য হিসাবে নাম অর্ন্তভূক্তকরণ। |
উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। |
কর্তৃপক্ষ নির্ধারিত সময়সীমা। |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS